রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ভাষা শহীদদের প্রতি ঢাবি সাদা দলে শ্রদ্ধা জ্ঞাপন

রিপোটারের নাম / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সংগঠনটির পক্ষে আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো.আবুল কালাম সরকারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নেতৃবৃন্দের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, কলা অনুষদের ডিন ও একুশ উদ্‌যাপন কমিটির সমন্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড, মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরি, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ।

এদিকে রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলের ডালা, গাঁদা-গোলাপের মালা আর হাতে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে শহীদ বেদীর দিকে এগোতে থাকেন হাজারও মানুষ। শিশু থেকে বৃদ্ধ—সবার কণ্ঠে সুর ওঠে,‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ