মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

ভাষা শহীদদের স্মরণ করবে বিশ্ব

রিপোটারের নাম / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ এএম

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি— আলতাফ মাহমুদের সুরে এই গানটিই এখনো ভাষা শহীদদের প্রতি কোটি কোটি বাঙালির শ্রদ্ধা নিবেদনের অন্যতম মাধ্যম। বছর ঘুরে ২১ ফেব্রুয়ারি এলেই প্রভাত ফেরিতে হাতে ফুল, কণ্ঠে সেই গান, নগ্ন পায়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার দাবিতে অকুতোভয় বাঙালির সহোদর সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মত অগণিত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সেসব সৈনিকদের আজ কোটি কোটি বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করবে। অমর একুশে, বাঙালির পথদিশা, একুশে হৃদয়াপ্লুত ঐশ্বর্য, প্রাণের স্পন্দন। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। বিশ্বের বুকে জায়গা করে নেয় লাল-সবুজের বাংলাদেশ। প্রতিষ্ঠা পায় আত্ম মর্যাদাশীল বাঙালি জাতি। আজ আত্মমর্যাদায় সমুন্নত এক মহান জাতি হিসেবে বিশ্বে মাথা উচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ