ব্যাপক বিতর্ক ও আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম-উল হককে সরিয়ে নতুন ডিজি নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মাউশির নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আলাদা এক প্রজ্ঞাপনে ড. মো. এহতেসাম উল হককে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এর আগে ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২ ফেব্রুয়ারি তাকে মাউশির ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তার এই নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পতিত আওয়ামী সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে অভিযোগ করে তার অপসারণে আলটিমেটাম দেন শিক্ষকরা।
এর আগে গত ৪ জানুয়ারি চাকরি বয়সসীমা শেষ হওয়ায় অবসরোত্তর ছুটিতে যান মাউশির ডিজি অধ্যাপক এ বি এম রেজাউল করীম। তারপর থেকে এ পদটি ফাঁকা ছিল।