বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৫ মার্চ) ১০ ওভারের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
একনজরে দুই দলের একাদশ:
বাংলাদেশ লাল দল:
১. মোঃ আকরাম খান
২. হাবিবুল বাশার সুমন
৩. আব্দুল হান্নান সরকার
৪. সজল চৌধুরী
৫. সানুয়ার হোসেন
৬. মেহরাব হোসেন অপি
৭. ফয়সাল হোসেন ডেকান্স
৮. মোহাম্মদ সেলিম
৯. নাজমুল হোসেন
১০. ডলার মাহমুদ
১১. নিয়ামুর রাসুদ রাহুল
১২. খান আবদুর রাজ্জাক
১৩. গোলাম ফারুক সুরু
১৪. সাজ্জাদ আহমেদ শিপন
১৫. এএসএম রকিবুল হাসান
বাংলাদেশ সবুজ দল:
১. মিনহাজুল আবেদীন নান্নু
২. জাবেদ ওমর বেলিম গোল্লা
৩. খালেদ মাসুদ পাইলট
৪. আতহার আলী খান
৫. শাহরিয়ার নাফীস আহমেদ
৬ এহসানুল হক সিজান
৭ মোহাম্মদ রফিক
৮. হারুন অর রশিদ লিটন
৯. তালহা জুবায়ের
১০. হাসিবুল হোসেন শান্ত
১১. হাসানুজ্জামান
১২. মুশফিকুর রহমান বাবু
১৩. জাকির হোসেন
১৪. জামাল উদ্দিন আহমেদ
১৫. মোহাম্মদ আলী