মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রাম থেকে প্রায় ১৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় ইয়াকুব আলী শেখের ঘর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াকুব শেখ তার বাড়ির পাশে বড় ছেলে প্রবাসী শাহ আলীর জন্য নতুন বাড়ি তৈরি করতে ভেকু দিয়ে পুকুর খনন করছিলেন। এ সময় ওই মেশিনে পর পর তিনটি মূর্তিসদৃশ পাথর উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে ও ভাতিজা পাথর দুটি ধুয়ে ঘরে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয়রা তার বাড়িতে ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে যায়।
সদর থানার পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে আমরা সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে একটি মূর্তির তিন টুকরো পাথর উদ্ধার করে নিয়ে এসেছি। দেখে মনে হচ্ছে এটি কষ্টিপাথরের মূর্তি হবে। পরীক্ষা করে এগুলো কষ্টিপাথর কিনা জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।