ক্রিকেট মাঠের তারকা অলরাউন্ডার তিনি। ব্যাটিং কিংবা বোলিং, দুটোতেই সমান পারদর্শী। মেহেদী হাসান মিরাজ ক্রিকেটের সঙ্গে এবার চালিয়ে যাবেন পড়াশোনাও। ভর্তি হয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির স্নাতকে। নাম লিখেছেন ইংরেজি বিভাগে।
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল শেষে মিরাজ যোগ দিয়েছেন মিরপুরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য আগামীকাল ঢাকা ছাড়বেন। এত সব ব্যস্ততার ফাঁকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি।
সাউথইস্ট ইউনিভার্সিটি নিজেদের ফেসবুক পেজে মিরাজের ভর্তির খবর জানিয়ে লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ তার স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।’
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিরাজকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘আমরা তাকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তার শিক্ষাগত আকাঙ্খার সাথে তার ক্রিকেটিং ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখার জন্য তাকে শুভ কামনা করি