প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ৩৩
আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল ছাত্র-জনতা। এসময় এলাকাবাসীর প্রতিরোধ ও হামলায় অন্তত ২০ জন ছাত্র-জনতা আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগর সদর থানাধীন ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে একদল ছাত্র-জনতা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বাহির হয়ে ছাত্র-জনতাকে দাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে পিটিয়ে আহত করে। আহত ১৪ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
বিস্তারিত আসছে…