বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১০ অপরাহ্ন

মেলেনি ছুটি, কারখানাতেই মারা গেলেন নারী শ্রমিক

রিপোটারের নাম / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ‘অনন্ত এপারেলস লি.’ পোশাক কারখানায় অসুস্থবোধ করার পর ছুটি না পাওয়ায় মারা গেছেন এক নারী শ্রমিক।

নিহত লিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার থানাধীন চরবকল গ্রামের বাসিন্দা কাউসারের স্ত্রী। সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় একটি ভাড়া বাসায় স্বামীসহ পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে থাকতেন।

এদিকে বুধবার সকালে কাজে যোগ না গিয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। দুপুরের দিকে কর্তৃপক্ষ সকল শ্রমিকদের ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের অভিযোগ, লিমা আক্তার (৩০) অসুস্থবোধ করার পর ছুটি চাইলে তা মঞ্জুর করেনি কারখানা কর্তৃপক্ষ। এরফলে কারখানাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে ঐ নারী শ্রমিক অফিসের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

বিক্ষোভে অংশ নিয়ে লিমা আক্তারে সহকর্মীরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ বোধ করায় লিমা আক্তার কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজে যোগদান করতে বলে। পরে রাত ৯টার দিকে অসুস্থ লিমা আক্তার কর্মস্থলেই মৃত্যুবরণ করেন। কারখানা ম্যানেজমেন্টের অবহেলার কারণেই লিমা আক্তারের মৃত্যু হয়েছে।

লিমার স্বামী কাউসার বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় গতকাল কারখানায় যেতে চায়নি। পরে কারখানা থেকে ফোন করে আমার স্ত্রীকে কাজে নিয়ে যায়। আমার স্ত্রী তাদের কাছে ছুটি চাইলেও তারা ছুটি দেয়নি। রাতে খবর পাই স্ত্রী মারা গেছে।

এ বিষয়ে অনন্ত এপারেলস লি. এর এইচআর (এডমিন) নাজমুল হককে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

আদমজী বেপজার জিএম মাহবুব আলম সিদ্দিককে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ