মেহেরপুরের গাংনীতে ওয়ান শুটারগান উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে সামিউল আজাদ বাবু (৩৮)।
র্যাব-১২ মেহেরপুর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার একরামুল হক জানান, ছাতিয়ান গ্রামের রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির ছাগলের ঘরের দক্ষিণ-পশ্চিম কোনায় আগ্নেয়াস্ত্র মাটির নিচে পুঁতে রাখে আসামিরা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিষয়টি স্বীকার করলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।