রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সেবা সংস্থা আল-বিলদান ফাউন্ডেশন আয়োজিত ইসলামি মহাসম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার দিনব্যাপী এই ইসলামি মহাসম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এছাড়াও বক্তব্য রাখবেন শিল্পপতি আলহাজ্ব এমএ সাত্তার খান, ওয়াজ করবেন আল্লামা আব্দুল হামিদ পীর মুধুপুরি, জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, শায়েখ মুফতি হারুন ইজহার, মুফতি হাবিবুল্লাহ কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি জয়নুল আবেদীন আল হোসাইনী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি আহমদ আলী, মাওলানা মুখলেছুর রহমান কাসেমী, মুফতি ছাকিবুল ইসলাম কাসেমী, মুফতি এবিএম শরিফউল্লাহ, মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যেব আশরাফ, মুফতি ফখরুল হাসান মাসউদ কাসেমী, মুফতি মাহফুজুর রহমান জাবের, মুফতি আশরাফ মাহদী, মুফতি ওয়ালি উল্লাহ ফারুক কাসেমী, মুফতি সাইফুল্লাহ নোমানী, ক্বারী হোসাইন আহমদ রহমানী, মুফতি আবুবকর মুহাম্মদ যুবাইর কাসেমীসহ দেশ বরেণ্য আলেমগণ।
সম্মেলন স্থলে দেশবরেণ্য আলেম ওলামারা উপস্থিত রয়েছেন। ধর্মপ্রাণ মুসল্লিরাও জুমার নামাজের পর চারদিক থেকে দলে দলে যোগ দিচ্ছেন।