বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলো লাশ নিয়ে ব্যবসা করে: ব্যারিস্টার ফুয়াদ

রিপোটারের নাম / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৪৭

লাশ নিয়ে ব্যবসা করে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু হিরো বানায় না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মিলনায়তনে তোহ্ফাতুর রাব্বি পিয়ালের উপন্যাস ‘দাহকাল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, তরুণদের দায়িত্ব হচ্ছে নতুন রক্তের লড়াইয়ের কাব্য-উপাখ্যান তৈরি করা। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধকতা থাকলেও মনের চোখ দিয়ে গভীরভাবে দেশকে দেখেন ও ভালোবাসেন ‘দাহকাল’-এর লেখক পিয়াল। কাকতালীয়ভাবে বুধবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন ও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের তিনটি আয়নাঘর পরিদর্শনেরই চিত্র লেখকের ভাবনার প্রতিফলন বটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. মুহাম্মদ তানজিম উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছাত্তার মোল্লা, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, শেখ হাসিনার আমলে হত্যা-গুমের স্বীকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ‘দাহকাল’ উপন্যাসে হাসিনা সরকারের নানান অত্যাচার ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগ্রামের কাহিনি ফুটে উঠেছে। চন্দ্রবিন্দু থেকে প্রকাশিত উপন্যাসটি এবারের অমর একুশে বইমেলায় ৭০১-৭০২ স্টলে ও চট্টগ্রাম বইমেলায় ৬১-৬২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ