বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে ইসলাম আক্রান্ত হওয়া মানে স্বাধীনতা আক্রান্ত হয় । কেননা শব্দ দুটি একই সূত্রে গাঁথা। যারা ইসলামের দুশমন, তারাই স্বাধীনতার শত্রু। রাজাকার-রাজাকার বলতে বলতেই দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা।
বুধবার কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, স্বাধীনতার পর দেশে না এসে লন্ডনে গেলেন পাকিস্তানের হেফাজতে থাকা শেখ মুজিব। সেখান থেকে গেলেন দিল্লিতে। দিল্লির ইন্দিরা গান্ধী থেকে প্রেসকিপশন নিয়ে এসে দেশ চালিয়েছেন তিনি।
শেখ হাসিনাও এমন রাজনীতি করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিশোধ ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন শেখ হাসিনা। কিন্তু গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তিনি পালিয়ে গেছেন। তার মতো পালিয়ে যাওয়ার ইতিহাস বাংলাদেশে আর একটিও নেই। আওয়ামী লীগকে ধ্বংস করেছেন তিনি।
কুমিল্লা মহানগরীর আমির মাওলানা ওলি উল্লাহর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন আরও অনেক নেতাকর্মী।