উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে। এ সময় পাম্প সংলগ্ন এম হোসেন স্পিনিং মিলের ফায়ার অফিসার সামসাদসহ চার সদস্যের কর্মীরা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের রূপসী থেকে নরসিংদীর সাহেপতাব যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে
প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিএনজি ডেলিভারি নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়।
আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে ভিতরে থাকা শিশু জিহানের মৃত্যু হয়।