১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএ
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান এসলামি দেশটির রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি এটিকে জাতীয় গর্বের উৎস এবং দেশের পারমাণবিক শিল্পের অগ্রগতির প্রমাণ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে ‘‘রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনে ইরানের উচ্চ বৈশ্বিক অবস্থান’’ শীর্ষক এক অনুষ্ঠানে এসলামি এসব কথা বলেন।
পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ভারী পানি শিল্পে দেশের ক্রমবর্ধমান ভূমিকারও প্রশংসা করেন। তিনি জানান, বিশ্ব বাজারে ইরানের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, পণ্যের জন্য আন্তর্জাতিক ক্রেতা রয়েছে।