ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শহীদ মিনারের চারপাশ ঘিরে এক কিলোমিটার এলাকায় মোবাইল টিম মোতায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকার নীরবতা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করার লক্ষ্যে জনগণকে রাত ১২টা ৪৫ মিনিট এরপর শহীদ মিনার এলাকায় আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। কারণ হিসেবে তিনি জানান, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিকদের পুষ্পস্তবক অর্পণের পর জনসাধারণের জন্য শহীদ মিনার এলাকা উন্মুক্ত থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জঙ্গি হামলার আশঙ্কা নেই এবং শীর্ষ সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান তিনি। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।