হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্য সাজেদুল ইসলাম নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে। সাজেদুল ইসলাম সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ দিনের বাৎসরিক ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন সাজেদুল ইসলাম। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেয়ার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন তিনি।
পথে শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুরে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।