বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

শিক্ষাব্যবস্থা ভয়াবহ করে তুলেছে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি

রিপোটারের নাম / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫৩
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫৫

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অপসংস্কৃতি ও অপতৎপরতা পরিস্থিতি শিক্ষাব্যবস্থা আরও ভয়াবহ করে তুলেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুয়শিদ বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা সামগ্রিকভাবেই একটা নাজুক অবস্থা অতিক্রম করছে। রাজনৈতিক দলাদলি, পারস্পরিক সহনশীলতার অভাব। এসব পরিস্থিতি মোকাবিলার জন্য নির্বাচিত ছাত্র সংসদগুলো ছাত্রদের নেতৃত্ব বিকাশের উদ্যোগ নেয়া জরুরি।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও আমরা গণতন্ত্র পাইনি, ন্যায্য সমাজ পাইনি। সেদিনের সেই না পাওয়া থেকে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার এই অভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন নয়, বরং অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত উদাহরণ। চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে সূত্রপাত হওয়া একটা আন্দোলনের যবনিকাপাত হয়েছে চরম ফ্যাসিস্ট একটি অধ্যায়ের পতনের মাধ্যমে, যা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর সমগ্র জাতি আজ স্বপ্ন দেখছে শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ার, যে দায়িত্ব শিক্ষার্থীদেরকেই নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ