মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা তেলের পাম্প সংলগ্ন এক্সপ্রেসওয়ের পাশের সার্ভিস রোডে বালুবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লিমন (২১) নামে একজন নিহত হয়েছে। নিহত লিমন ব্যাপারী শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ ব্যাপারীর ছেলে।
উপজেলায় সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন লিমন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেলে থাকা আহত লোকটির পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মামুন বলেন, বালুবাহিত ড্রাম ট্রাকটির বেপরোয়া গতিতে চলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটলো। মোটরসাইকেল চালকের কোনো দোষ ছিল না। বালুবাহিত ড্রাম ট্রাক চলাচল বন্ধ করা উচিত। এদের কারণেই প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ড্রাম ট্রাকটি গাড়িটি আটক করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।