মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া মেজর মাসুদ পরিচয়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা গ্রহণের প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার দুপুরে শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, ভুক্তভোগী নাসরিন আক্তার নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম তাদের গ্রেপ্তার করে।
ভুক্তভোগী নাসরিন আক্তার জানান, হঠাৎ আমার নাম্বারে একটা ফোন আসে, ফোনে তিনি আমাকে মেজর মাসুদ হিসেবে পরিচয় দিয়ে আমার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেন। আমার কাছে ফোন দিয়ে বলে আপনার দেয়ালের সাথে আমাদের সেনাবাহিনীর গাড়ির কাচ ভেঙেছে তাই আপনাকে ৩৫ হাজার টাকা দিতে হবে। ভয়ে আমি টাকা দিয়েছি।
আরেকজন ভুক্তভোগী ওবায়দুল বলেন, আমার কাছ থেকে নগদের মাধ্যমে প্রতারণা করে ৫৫ হাজার টাকা নিয়েছে ওই চক্র। এভাবে আরও অনেকের কাছ থেকে প্রতারণা করে ভুয়া মেজর মাসুদ অনেক টাকা হাতিয়ে নিয়েছে।