সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

শিবপুরের স্বেচ্ছাসেবক দলের নেতা জজ মিয়া বহিষ্কার

রিপোটারের নাম / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৩
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৪

নরসিংদীর শিবপুরে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবিদ হাছান জজ মিয়া উপজেলার চক্রধা ইউনিয়নের পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

তারপর থানা হাজতে তাকে দেখতে আসেন জজ মিয়া। এ সময় জজ মিয়া একাধিকবার তার ফোন দিয়ে আওয়ামী লীগ নেতাকে বিভিন্নজনের সঙ্গে কথা বলতে দেন। এ সময় পুলিশ সদস্য সবুজ মিয়া বাধা দেন। এতে দুজন তর্কে জড়ান।

একপর্যায়ে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য সবুজ মিয়াকে মারতে থাকেন। পরে অন্য পুলিশ সদস্যরা সবুজ মিয়াকে সরিয়ে নেন। এ সময় মারামারির কারণ জানতে চাইলে জজ মিয়া উত্তেজিত হয়ে হুমকি দেন। পরে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় মামলা করেছেন।

জজ মিয়াকে দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখারও নির্দেশ দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ