সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

শিশু ধর্ষকরা ছাড় পাবে না: সমাজকল্যাণ উপদেষ্টা

রিপোটারের নাম / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

০৮ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম | আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

 

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্যাতিত শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

 

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনের স্বামী সজিব ও শ্বশুর হিটুকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

 

সজিবকে গতকাল শুক্রবার সকালে ও সজিবের বাবা হিটু মিয়াকে বৃহস্পতিবার যৌথ বাহিনী আটক করে। মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ