বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান

রিপোটারের নাম / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৬
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৭

২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ড্রাসট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪ প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে। এ ১৪ প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা শ্রমিকদের আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এর মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে অর্থ বিভাগ, ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রনালয়ের তহবিল এবং ২০০ কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংকের তহবিল।

উপদেষ্টা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো ইন্ড্রাসট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে যে ১৩টি ব্যাংক ঋণ দিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এক প্রশ্নের সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সেনা প্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেইট ফরোয়ার্ড লোক। তিনি যা বলেছেন তা বুঝেশুনে, চিন্তা ভাবনা করেই বলেছেন। এ বিষয়ে আমার বক্তব্য দেয়া ঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ