মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ এর আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বই মেলা। ‘বই হোক আভিজাত্যের প্রতীক’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বই মেলা উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম মোখলেছুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রাফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়াও গণমাধ্যমকর্মী, লেখক, পাঠক, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন বলেন, বই পড়ার প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলা আয়োজন সহযোগিতায় রয়েছে শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ। এ আয়োজনেও আমরা জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণ চাই। বিশেষ করে তরুণদের পাশে চাই। প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত দর্শনার্থী, পাঠক ও ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে মেলা। সবার কাছে আহবান থাকবে বই মেলায় আসুন, ঘুরে দেখুন, বই কিনুন।
উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম বলেন, বইমেলায় রুচিশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারা পছন্দের বই সংগ্রহ করতে পারবেন এ মেলা থেকে। ৫ দিনব্যপী মেলায় রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, অনুবাদ, সাইন্স ফিকশন, ধর্মীয় বই, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই।
সরেজমিনে দেখা গেছে, মেলায় ইসলামিক ফাউন্ডেশন, ইত্যাদি গ্রন্থ প্রকাশক, গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, চৈতন্য, নোভা, নাগরী, পাঞ্জেরী, বাবুই, সহজ প্রকাশ, রাষ্ট্র চিন্তা,ও গ্রান্থিক, শব্দচাষ, স্টল সাহিত্য কুটির, স্বপ্ন ৭১, উত্তরণ স্টল এবং ফুড কর্নার এর স্টল রয়েছে। থাকছে শ্রীঙ্গল উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সকল বইপ্রেমীকে আমন্ত্রণ।