নরসিংদীতে সড়কের পাশে ধানক্ষেত থেকে এরশাদ মিয়া নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পৌরশহরের কামারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত এরশাদ সদর উপজেলার শান্তিভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক ছিলেন।
সদর মডেল থানার ওসি (তদন্ত) সামিউল ইসলাম বলেন, মঙ্গলবার বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে রাতেও ফেরেননি এরশাদ। দুপুরে কামারগাঁও এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লাশের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।