রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

রিপোটারের নাম / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩৮

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার এমসি বাজার ও কারওয়ান বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমসি বাজারের রফিকুল ইসলামের ছেলে ৩০ বছর বয়সী মো. রাশেদ ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করুয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাইম ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে মাওনা থেকে আসছিলেন রাশেদ। শ্রীপুরের এমসি বাজার হাসিন সুয়েটার কারখানার সামনে এলে তার সামনে এসে পড়েন এক বৃদ্ধ। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে মাওনা থেকে কালিয়াকৈর যাচ্ছিলেন সিদ্দিক। কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি লেগুনা। গুরুতর অবস্থায় তাকে মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, এমসি বাজার ও কারওয়ান বাজার এলাকায় দুজন নিহত হয়েছেন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ