সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

সমন্বয়ক পরিচয়ে কেউ সুবিধার দাবি করতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

রিপোটারের নাম / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২২: ১৯
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২২: ২০

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, সমন্বয় পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয় কেউ এই ভূখণ্ডের মধ্যে বিশেষ কোনো সুবিধার দাবি করতে পারবে বিষয়টি এমন নয়।

শনিবার কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিল শেষে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ যদি এই পরিচয়টি ব্যবহার করে কোনো ধরনের নীতিবিরোধী অন্যায় ও বিদ্যমান আইন পরিপন্থী কোনো কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ থাকবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের যে ব্যানারটি ছিল সেটি থেকে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক কালচারাল জায়গা থেকে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

ফ্যাসিবাদবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবে, বিচারের দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছে, আন্দোলনকে পুনর্গঠিত করে এক দফার মধ্য দিয়ে এগিয়ে পরবর্তীতে ৫ আগস্ট পর দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত ছিল সেটি প্রতিরোধে তাদের ভূমিকা ছিল।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী ও রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করেছে। আমি পুলিশসহ অন্যান্য যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে আমি তাদের বলতে চাই, আপনারা যদি মনে করেন, আবার কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, ফ্যাসিবাদ ফিরে আসবে—আপনারা তাদের মডেলের পুলিশিং করবেন সেটি বাংলাদেশে আর কখনোই হবে না। জনগণ যে ধরনের পুলিশিং চায় সে পুলিশিংয়ে আপনারা তৎপর হবেন।

হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামি লীগ সরকার গণমাধ্যমকে একটি বেড়াজালে আটকে রেখেছিলো। তারা গণমাধ্যমের বাকশক্তিকে চেপে ধরে ছিল। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। প্রয়োজনীয় তথ্য মানুষের সামনে উপস্থাপন করছে। সাংবাদিকরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, জাতির বিবেক। সাংবাদিকরা চাইলেই একটি জাতির উন্নতি করতে পারে। তাদের মাধ্যমেই সকল স্থানের দুর্নীতি মানুষের সামনে প্রকাশ করা সম্ভব। সাংবাদিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। জীবন বাজি রেখে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, সত্য তুলে ধরতে কখনও কোন অশক্তিকে ভয় পাবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ