সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে চার লাখ টাকার পলিথিন উদ্ধার, আটক ২

রিপোটারের নাম / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৩: ১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় চার লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আলামিন গার্মেন্টসের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কাভার্ডভ্যানের চালক ফারুক ও তার সহকারী রফিক।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ভোর সোয়া ৩টার দিকে আলামিন গার্মেন্টসের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে দুই হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। পরে চালক ও সহকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ