সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী গ্রেপ্তার

রিপোটারের নাম / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২২: ৩২

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ওসমান গনী (৬০) নামে এক আসামিকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মৌচাক এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেনপাড়া এলাকায় সিনহা গার্মেন্টসের সামনে রুহুল আমিন হত্যা চেষ্টা মামলার এজহারভুক্ত আসামি ওসমান গণী। এ মামলায় প্রধান আসামি পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রুহুল আমিন সোনারগাঁ থানায় মামলাটি করেন। গ্রেপ্তার ওসমান গনী সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। তিনি এ মামলায় ১৫৯ নম্বর আসামি।

ওসমান গনী এলাকায় ভুমিদস্যু হিসেবেও পরিচিত। জাল দলিল করে মানুষের জমি দখল করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কুখ্যাত সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী।

মামলার বাদি রুহুল আমিন জানান, আমি কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকা থেকে আসার সময় ওসমান গনীর নেতৃত্বে সন্ত্রাসীরা স্বশস্ত্র অবস্থায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এসময় ওদের ছোড়া গুলি আমার পায়ে লাগে। আজও আমি এই পা নিয়ে বিছানায় কাতরাচ্ছি। আমি ওসমান গণীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল বারী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ওসমান গনীকে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বাদী রুহুল আমিন। তাকে হত্যা চেষ্টার ঘটনায় এজহার ভুক্ত আসামি ওসমান গনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ