নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ দূষণকারী ১০ লাখ টাকার পলিথিনসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- এনামুল হক (ট্রাকের চালক) ও মাসুদ (হেলপার)।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী।