মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

রিপোটারের নাম / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৮

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরেকজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান।

দণ্ডিত গোপাল বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। খালাসপ্রাপ্ত রেজাউল একই গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ দিয়ে এপিপি মো. হাদিউজ্জামান শেখ বলেন, ২০১৮ সালের ১০ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের সামনে অস্ত্র কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অস্ত্র ব্যবসায়ীরা। এ সময় গোপালকে আটক করা হলেও রেজাউল পালিয়ে যান।

পরে গোপালের দেহ তল্লাশি চালিয়ে সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে আটটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ