সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

সিলেটে প্রতিনিধি সম্মেলনে দৈনিক আমার দেশ এর মজলুম ড. মাহমুদুর রহমান

রিপোটারের নাম / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

‘অলি-আউলিয়াদের কাহিনি তুলে ধরতে হবে’

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ০৯
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৩৮

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, সিলেটে অলি-আউলিয়ারা শুয়ে আছেন। তাদের কাহিনি তুলে ধরতে হবে।

গতকাল শনিবার নগরীর জিন্দাবাজারের লাক্সারি হোটেলে আয়োজিত আমার দেশের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক মাহমুদুর রহমান এ কথা বলেন।

ড. মাহমুদুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিলেট সীমান্তে ভারত কী কর্মকাণ্ড চালাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রতিনিধিদের উদ্দেশ করে আমার দেশ সম্পাদক বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্ব দিতে হবে।

আমার দেশ পত্রিকা নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে সম্পাদক বলেন, পত্রিকা কতটুকু ইফেক্টিভ হবে সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি চাই আমার দেশ নিউইয়র্ক টাইমসের মতো হোক, যেখান সম্পাদকীয় ও লিড নিউজ সবাই পড়বে, সরকার নাড়িয়ে দেবে। আমি পত্রিকাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই।

প্রতিনিধিদের উদ্দেশে ড. মাহমুদুর রহমান বলেন, মফস্বল থেকে এমন নিউজ করবেন যেন লিড হয়।

সম্মেলনে আরো বক্তব্য দেনÑ আমার দেশের পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আবু দারদা যোবায়ের।

সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদের সঞ্চালনায় প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন সুনামগঞ্জের জসিম উদ্দিন, মৌলভীবাজারের ইদ্রিস আলী এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কামরুল হাসান। সম্মেলনে বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।

মাহমুদুর রহমানকে সংবর্ধনা

সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে সিলেট প্রেস ক্লাবের হলরুমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেনÑ ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, এনামুল হক জুবের, মুহাম্মদ বদরুদ্দোজা বদর, আবদুল কাদের তাপাদার, আমজাদ হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ