কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে মসজিদের সামনের গাছে লাগানো সিসি ক্যামেরা খুলে নিতে রাজি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশঝানি গ্রামের আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় পতাকা বৈঠকে এ সম্মতি জানানো হয়।
বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ। বিজিবির পক্ষে ছিলেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান।
বিএসএফ কর্মকর্তা অনিল কুমার বলেন, শূন্য রেখায় নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সিসি ক্যামেরাটি বসানো হয়েছে। কিন্তু বিজিবির আপত্তিতে ক্যামেরাটি খুলে ফেলার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি রাতে ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি ঝাকুয়াটারি সীমান্তের শূন্য রেখায় একটি মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা লাগায় বিজিবি। এ নিয়ে সোমবার দিনভর বিএসএফ ও বিজিবির ক্যাম্প, কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা মেলেনি। ফলে আজ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়।