বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক

রিপোটারের নাম / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঝিনাইদহ করেসপনডেন্ট:

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তহত্যা বন্ধ, মানবপাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৫৮ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম এবং ১৯৪ বিএসএফ’র পক্ষে কমান্ডার মুগনথান। এতে উভয় পক্ষের ১০ জন করে মোট ২০ সদস্য অংশ নেন।

লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কিলোমিটার হাঁটেন। শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বৈঠকটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ