রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার আ.লীগের ১১ নেতাকর্মী

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪০

সুনামগঞ্জে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শান্তিগঞ্জ থানাধীন তেহকিয়া গ্রামের বাসিন্দা, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম, সদর থানার ষোলঘর এলাকার বাসিন্দা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর কাওসার, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন, রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন, নোয়ারাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জমশেদ আলী, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ।

পুলিশ সুপারের দায়িত্বে থাকা তাপস রঞ্জন ঘোষ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ