বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি তাদের পুনর্গঠনের জন্য আলাদা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সংগঠন নেক্সাস ডিফেন্স অব জাস্টিস।
শুক্রবার রাজধানীর বাগিচা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ৩৬ জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশ ২.০ গঠনের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ-এর বিষয়ে আলোচনা সভায় এসব দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।ৎ
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক কূটনীতিক সাকিব আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, মহিউদ্দিন এবি নাইম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
এসময় বক্তারা বলেন, বিগত ১৭ বছরে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত করে গুম, হত্যায় শামিল করা হয়েছে। যা একটা বাহিনীর জন্য অত্যন্ত লজ্জার।
বক্তারা বলেন, সেনাবাহিনীর মধ্যে থাকবে দেশ প্রেম আর সবকিছু তাদের কাছে তুচ্ছ মনে হবে। এমন বাহিনী জনগণ চায়। কিন্তু বিগত ১৭ বছরে আমরা দেখেছি কিভাবে একটা বাহিনীকে কলঙ্কিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। এজন্য সেনাবাহিনীর মধ্যে যেন কোনো লোভ কাজ না করে এবং তাদের যেন আর অন্যায়ভাবে ব্যবহার করা না হয় সেজন্য সংস্কার কার্যক্রমের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে পেশাদার ও যুগোপযোগী করতে পৃথকভাবে একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়।
বক্তব্য রাখেন- মেজর (অব.) ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, জবানের সম্পাদক রেজাউল করিম রনি এবং ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।