রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

হজ এজেন্সির প্রতারণা প্রমাণ হলে লাইসেন্স ও জামানত বাতিল করা হবে’

রিপোটারের নাম / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

15TH FEBRUARY, 2025 4:46 PM

কোনো হজ এজেন্সি যদি প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দোষী হলে ওই এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিল করা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি যদি হজযাত্রীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায় তাহলে ব্যাক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে। সেটাও ৩ দিনের বেশি রাখা যাবে না।

বিমানের ভাড়া সম্পর্কে উপদেষ্টা বলেন, এক লাখ ৪৭ হাজার টাকার চেয়ে বেশি বিমান ভাড়া নেয়ার সুযোগ নেই। এছাড়া এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে সংখ্যা দুই হাজার করা হবে। সব এজেন্সি মিলে একটা লিড এজেন্সি তৈরি করার কথাও বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ