হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের তার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
তার নাম মিনারা বেগম। তিনি বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বাহুবল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী। এছাড়াও বাহুবল মহিলা জামায়াতের উপজেলা বিভাগের দায়িত্ব পালন করতেন মিনারা বেগম। মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা ছিলেন তিনি।
মিনারা বেগমের স্বামী জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন খাটের ওপর স্ত্রী ও সাত মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান, ইউএনও গিয়াস উদ্দীন ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মখলিছুর রহমান, নায়েবে আমির মাওলানা আশরাফ আলী ও সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, একটি চাকুসহ ওই নেত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। তার পেটে তাজা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে বিস্তারিত এখনও বলা সম্ভব হচ্ছে না।