১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
বর্তমানে দুবাই সফরে থাকা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।তিনি বলেন, “ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইনের মুখোমুখি হন।”
তিনি আরও বলেন, “আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে—মানবাধিকারবিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদনসহ আমাদের কাছে বহু তথ্যপ্রমাণ আছে। তারা যা কিছু করেছে, সেগুলোর সাক্ষ্য এটা।”
অধ্যাপক ইউনূস যোগ করে বলেন, “আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। তাই আমরা আশা করছি, আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনব। এটা করতে হবে, না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না।”