সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

‘হাসিনার বিচার দ্রুত না করা ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি’

রিপোটারের নাম / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৮

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, ছয় মাস পার করলেও স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি দেখাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

শনিবার রাজধানীতে এক বিক্ষোভ-মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাতক স্বৈরাচার, আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবিতে এর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর যুবদল।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে জুয়েল বলেন, হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করুন। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন। যখনই তার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে, তখন একটু হম্বিতম্বি করেন। কিন্তু কার্যত এখনও হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে। সেই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করছেন না।

তিনি বলেন, সংস্কারের কালক্ষেপণ করছে এই সরকার। তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়; জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ