গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, উল্টো বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারো মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার বিকেলে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা কর্মশালায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। সরকারি সব দফতরে ফাসিস্টের দোসররা ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরুন।
তিনি বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবি নয়।
কর্মশালায় মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে কর্মশালাটির সঞ্চালনা করেন মহানগরের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এছাড়া ৩১ দফা সংস্কার কর্মসূচির বিশ্লেষণ করেছেন জাতীয়তা বাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব নগর নেতা শামছুল হূদা, ইউনূস মৃধা, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।