শিক্ষা, প্রশিক্ষণ, দাওয়াহ ও মানবকল্যাণে নানা সেবামূলক কর্মকাণ্ড চালাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে পবিত্র রমজানে দরিদ্র-অসহায় মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এবার সারাদেশের ৩০ হাজার পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করবে ফাউন্ডেশনটি।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ গতকাল বুধবার আমার দেশকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গ্রামগঞ্জে এমনকি শহরের অনেক মানুষ অনেক কষ্টে থাকেন। তারা কোনো রকমে রমজান মাসটা পার করেন। তাদের সেই কষ্ট কিছুটা লাঘবের জন্য আমরা ইফতার বিতরণের উদ্যোগ নিয়ে থাকি।
তিনি বলেন, একটি ছোট ফ্যামিলির সারা মাস ইফতারের জন্য যা লাগে সে হিসাবে আট কেজির একটি প্যাকেজ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১২ হাজার প্যাকেট বিভিন্ন গ্রামে পৌঁছে গেছে। আমাদের কাছে এখন কোনো ফান্ড নেই। ফান্ড আসা সাপেক্ষে বাকি ১৮ হাজার প্যাকেট বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে ১২ হাজার ৮০টি প্যাকেজ বিতরণের জন্য প্রস্তুত করা হয়। যেখানে ছিল ২৪ টন ছোলা, ২৪ টন মশুর ডাল, ১২ টন খেজুর, ১২ টন চিনি, ১২ টন মুড়ি এবং ১২ হাজার লিটার সয়াবিন তেলসহ মোট ৯৬ টন ইফতারসামগ্রী।
এবারের প্যাকেজটিতে থাকছে ছয়টি উপকরণ নিয়ে আট কেজি ইফতারসামগ্রী। যেখানে রয়েছে-দুই কেজি ছোলা, দুই কেজি ডাল, এক কেজি খেজুর, এক কেজি চিনি,এক কেজি মুড়ি এবং এক লিটার তেল।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাব্বির আহমদ আমার দেশকে জানান, আমরা যাচাই-বাছাই করে সর্বোচ্চ মানসম্মত ইফতার উপকরণ কেনার চেষ্টা করেছি। দেশের ৬৪ জেলার প্রত্যন্ত, দুর্গম ১৭৭টি স্পটের দরিদ্র এলাকায় বিতরণ হবে এই ইফতারসামগ্রীগুলো। বিতরণের ক্ষেত্রে আমরা দরিদ্র এলাকা যেমন-নদীভাঙন কবলিত এলাকা, দুর্গম পাহাড়ি এলাকা, চর এলাকা, বন্যা ও ঘূর্ণিঝড় কবলিত এলাকা, চা-শ্রমিকদের এলাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি এলাকার সবচেয়ে দরিদ্রদের তালিকা করে আমরা বিতরণের ব্যবস্থা করে থাকি।
সাব্বির আহমদ আরো জানান, ২০১৮ সাল থেকে রমজানে ইফতারসামগ্রী বিতরণ করে আসছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এযাবৎ দেশব্যাপী এক লাখ ২০ হাজার ৫৮৫ জন রোজাদারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। এ ছাড়া ইফতার বিতরণের জন্য যে কেউ সহযোগিতা করতে চাইলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া মাধ্যমগুলোতে টাকা পাঠানোর সুযোগ আছে বলেও তিনি উল্লেখ করেন।