বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

৫ আগস্টে অঘোষিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছি: শাহজাদা

রিপোটারের নাম / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২১

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, ৫ আগস্ট আমরা অঘোষিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছি। গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি, বহু ভাই রক্ত দিয়েছে, ইলিয়াছ আলী, শাহনাজ চৌধুর গুম হয়েছে, অনেকে স্বামী হারা হয়েছে, বাবা হারা হয়েছে, হাজার হাজার লোক এখনও কান্নার শোকে ডুবে আছে।

বুধবার দুপুরে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাদা বলেন, এখন যারা বলে আমরা স্বাধীন করেছি, এটা ভুল। স্বাধীন আমরা করি নেই, স্বাধীনতা একবারই হয়েছে, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, সেটিই ছিল প্রকৃত স্বাধীনতার যুদ্ধ। গত ৫ আগস্ট যে ছাত্র-জনতা ভাইয়েরা রক্ত দিয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি মো. সুলতান মাহমুদ বাবু, বিএনপি নেতা লিয়াকত হোসেন, সজীব খান, আহসানুজ্জামান রুমেল ও শাহ মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ